শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২য় ও ৩য় তলা সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এই ভবনের উদ্বোধন করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
জানা গেছে, ৯৭ লাখ টাকা ২য় ও ৩য় তলা সম্প্রসারণ করেছে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। একই অনুষ্ঠানে ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় গেটের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমুখ। এমপি আবু জাহির প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাসহ সকল ক্ষেত্রে সরকারের উন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচন নৌকায় ভোট চান। এ সময় উপস্থিত অভিভাবকরা হাত তুলে তাকে সমর্থন জানিয়েছেন।
পরে এমপি আবু জাহির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।