শাহিনের সঙ্গে ‘বাগযুদ্ধ’ নিয়ে মুখ খুললেন বাবর
দৈনিকসিলেটডেস্ক
ফেভারিট হিসেবে এশিয়া কাপে গেলেও ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরের তলানির দল হিসেবে আসর শেষ করে তারা।
সেই ভুল থেকে শিক্ষা নিয়েই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নতুনভাবে শুরু করতে চাচ্ছে দলটি। তবে এর আগে কিছু ধোঁয়াশা কাটিয়ে দিলেন অধিনায়ক বাবর আজম।
পাকিস্তানি গণমাধ্যমের মতে, শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়ভাবে হারের পর টিম মিটিংয়ে বাগযুদ্ধ হয় বাবর ও শাহিন শাহ আফ্রিদির মধ্যে। কিছু সিনিয়র খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন বাবর। কিন্তু শাহিন তাকে বলেন, যারা ভালো পারফর্ম করেছে তাদের অবদানকে উৎসাহিত করা হোক। এই মতবিনিময়ের ফলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। যা সামাল দিতে এগিয়ে আসেন মোহাম্মদ রিজওয়ান। গুঞ্জন আছে, অধিনায়ক হিসেবে বেশ কিছু খেলোয়াড়দের কাছ থেকে সম্মান পান না বাবর।
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আজ লাহোরে সংবাদ সম্মেলনে সম্মান প্রসঙ্গে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘সম্মান তো আমাকে সবাই করে। দেখুন যখন আপনি এতো কাছে গিয়েও ম্যাচ হেরে যান তখন টিম মিটিংয়ে স্বাভাবিকভাবে এমন কিছু (মতভেদ) হয়। কিন্তু এটা এমনভাবে বর্ণিত করা হয়েছে যে, আমাদের মধ্যে লড়াই বা অন্য কিছু হয়েছে। অথচ এমন কিছুই হয়নি। সম্মান সবার প্রতি তেমনই আছে এবং এমনই থাকবে। আমরা একে অপরকে ততটাই ভালোবাসি যতটা পরিবারকে করি। ‘
বিশ্বকাপ খেলতে আগামীকাল ভারতের হায়দরাবাদে পা রাখবে পাকিস্তান। সেখানে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে দলটি।