মৌলভীবাজারে চোর চক্রের ৫ সদস্য কারাগারে
দৈনিকসিলেট প্রতিবেদক
মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই মালসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে চুরির ঘটনায় জড়িতদের পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলাল দক্ষিন কানাইদেশীর সোরাব মিয়ার ছেলে রাজু আহমেদ প্রকাশ জাহান মিয়া (২৩), জালালপুরের কনা মিয়ার ছেলে জসিম মিয়া (৪৭), হাসন মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া (৪০), আজিজুল রহমানের ছেলে আব্দুল লতিফ (৩৯) ও দক্ষিন কানাইদেশীর তাজ উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২২)।এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদ করিয়া চুরি যাওয়া ৪ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। চোরচক্র বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে জানা যায়।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর রাতে ইসলামপুর ইউনিয়নের উত্তর গুলের হাওর (ভদ্রগাঁও) গ্রামে অজ্ঞাতনামা কয়েকজন চোর একটি বাড়ীতে প্রবেশ করে ঘরের ভিতরে থাকা মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। উক্ত চুরির ঘটনার বিষয়ে চুরির মামলা রুজু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।