সিলেটে ভারতীয় মদসহ নারী গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে প্রায় তিন লাখ টাকার মাদকদ্রব্যসহ এক মাদক কুইনকে গ্রেফতার করা হয়েছে।আটককৃত উর্মি পাত্র ওরফে উর্মি (৪৫) ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ির সুরেন্দ্র পাত্রের স্ত্রী।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সিলেট জেলা গোয়েন্দা সংস্থার একটি দল।
এসময় তার ঘর থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
এ ব্যাপারে জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন