কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা সহ আটক-২
মো. শরীফ আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জে ২৩ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাঠালবাড়ী গ্রামে রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১১১০ টি ভারতীয় শাড়ি ও ১৪৪টি লেহেঙ্গা জব্দ এবং দু’জনকে আটক করা হয়েছে।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ২৪ হাজার টাকা। আটককৃতরা হলেন- উপজেলার কাঠাঁলবাড়ী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রিয়াজ মিয়া (৩০), একই গ্রামের -মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. ইসমাইল মিয়া (২৮)। পুলিশ জানায়, থানার এসআই (নিঃ) শরীফুল ইসলাম, এসআই সুরঞ্জিত তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার কাঠালবাড়ী গ্রামে রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করে।
এসময় জড়িত দু’জনকে আটক করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় বলেন, অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ী ও পাচারকারীদেরকে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় নেই।