বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল কিশোর, ভিডিও ভাইরাল
দৈনিকসিলেট ডেস্ক :
রাজধানীর মোহাম্মপুরের ইকবাল রোডে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে মোড় ঘুরে রিকশাকে ধাক্কা দিয়ে বেশ কিছুদূর টেনে নিয়ে যায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকের ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ৫১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, রিকশাচালক হাবিবুর রহমান (৪৫), যাত্রী ইমরান রেজা (৩৮) ও তার স্ত্রী আফরোজা আহমেদ (৩৪)। আফরোজা ও ইমরানের তিন বছর বয়সী মেয়ে এনায়া রেজাও (৩) আঘাতপ্রাপ্ত হয়েছে।
সিটিটিভি ফুটেজে দেখা গেছে, সড়কের একপাশ ঘেঁসে রিকশাটি চলছিল। অপরদিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার গতি নিয়ন্ত্রণ না করেই মোড় ঘুরিয়ে দেয়। মোড় ঘুরেই ধাক্কা দেয় রিকশাকে। এতে রিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। আর প্রাইভেটকারটি অপর পাশের ফুটপাতে উঠে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৫ বছরের এক কিশোর প্রাইভেটকার চালাচ্ছিল। তার পাশে বসে ছিলেন সালমান (২৪) নামের আরেকজন। দুর্ঘটনার পর তাদের পুলিশের হাতে তুলে দেয় জনতা। বর্তমানে সালমান কারাগারে এবং ওই কিশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আছে।
খোঁজ নিয়ে যানা গেছে, আহত রিকশাযাত্রী আফরোজার মেরুদণ্ডের হাড় ও বাম পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। ফেটে গেছে কপাল। হাবিবুরের মাথা ফেটেছে এবং তার ডান হাতসহ শরীরের কয়েকটি স্থানের হাড় ভেঙে গেছে। বর্তমানে দুজনেই ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আফরোজার পরিবার সূত্র জানিয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বেসরকারি একটি ব্যাংকে চাকরি করেন। তার স্বামী ইমরান পেশায় একজন প্রকৌশলী। তারা মোহাম্মদপুরে থাকেন।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা এক কিশোর এবং সালমান নামের এক তরুণকে আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।