ভারতের জিআই তালিকায় অরুণাচলের তিন পণ্য
দৈনিকসিলেটডেস্ক
অরুণাচল প্রদেশের আদিবাসীদের কারুকাজ ও সেখানকার প্রাকৃতিক সমৃদ্ধ পণ্যসমূহ ভারতের জন্য মর্যাদা বয়ে এনেছে। তাই এই রাজ্যের তিনটি উল্লেখযোগ্য পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে অরুণাচলের ঐতিহ্যবাহী হস্তনির্মিত কার্পেট, ওয়াঞ্চো কাঠের কারুকাজ এবং আদি কেকির আদা।
প্রদেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও মর্যাদা তুলে ধরছে এই জিআই পণ্যগুলো।
মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বিষয়টি নিয়ে নিজের অভিমত ব্যক্ত করে লিখেছেন, “এই মাইলফলক অর্জন আমাদের স্বতন্ত্র শিল্প ও কারুশিল্পের উল্লেখযোগ্য অর্জনের পাশাপাশি আমাদের বিদ্যমান সমৃদ্ধ জীববৈচিত্র্য তুলে ধরে।”
অরুণাচলের হস্তনির্মিত কার্পেট কেবল স্থানীয় ও জাতীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ নয় বিশ্বব্যাপীও যথেষ্ট পরিচিতি লাভ করেছে। জটিল সব গিঁট আর বাহারি রঙের কার্পেটগুলোকে নিজস্বতা এনে দিয়েছে। এগুলো অন্য যে কোনো কার্পেটের থেকে আলাদা।
অপরদিকে ওয়াঞ্চো কাঠের কারুকাজ বিভিন্ন চিত্তাকর্ষক রূপ বা প্রতিমূর্তি তৈরি করা যায়।
আরেকটি হল আদি উপজাতীর দক্ষ হাতে চাষ করা আদা। এর যেমন সুগন্ধ আছে, তেমন আছে ঔষধি গুণ। দিবাং উপত্যকা, লোহিত, পূর্ব ও পশ্চিম সিয়াং এবং রাজ্যের চাংলাং জেলাগুলোতে এগুলো বেশি জন্মে।