দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশ্বনাথে যুবলীগের বিক্ষোভ মিছিল

দৈনিকসিলেটডটকম
জামাত বিএনপির সাম্প্রদায়িক নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে বাসিয়া সেতুর মুখে গিয়ে মিলিত হয়।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আশিক আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল মালিক সুমনের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, পৌরসভা আ’লীগের যুগ্ন আহবায়ক আলতাব হোসেন, পৌরসভা আ’লীগের যুগ্ন আবহায়ক মহ্ববত আলী, যুবলীগ নেতা মনোহর হোসেন মুন্না ও ফয়জুল ইসলাম জয়।