বিশ্বকাপে মাঠে নামতে ভারতে প্রস্তুতি শুরু
দৈনিকসিলেট ডেস্ক :
হঠাৎই ফোনের ওপারে কাউকে ঘিরে মৃদু হৈচৈ শোনা যেতে থাকল। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলতে থাকা বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামও ‘লাইনে থাকুন’ বলে শরিক হয়ে গেলেন তাতে। পরে তাঁর কাছ থেকেই জানা গেল, অনেক দিন পর কারো সঙ্গে দেখা হলে যা হয়, ওই সময় তা-ই হচ্ছিল আসামের ভিভান্তা গুয়াহাটি হোটেলের লবিতে। গত বছর একই সময়ে টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম এবার একই ভূমিকায় থাকছেন ওয়ানডের বিশ্ব আসরেও।
গতকাল দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে সাকিব আল হাসানদের গুয়াহাটি পৌঁছে যাওয়ার দিনই ঘণ্টাখানেকের ব্যবধানে দলের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় দলের সাবেক এই ক্রিকেটারও। তিনি পৌঁছাতেই লবিতে উপস্থিত জাতীয় দলের সদস্যরা কিছুক্ষণের জন্য মেতে ওঠেন তাঁকে নিয়ে।
অবশ্য গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর নিজেদের নিয়েও ব্যাপক মাতামাতি হতে দেখেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। যা দেখে ক্ষণিকের জন্য হলেও তাঁরা বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন বলেও জানালেন মিডিয়া ম্যানেজার, ‘এখানে আসার পর তো অনেকের কাছেই মনে হয়েছে যে আমরা আবার ঢাকায় ফিরে গেছি কি না! কারণ বিমানবন্দরে সংবাদমাধ্যমের উপস্থিতি ঢাকার চেয়ে কোনো অংশেই কম ছিল না।
গুয়াহাটিকে ঢাকা বলে মনে হওয়ার আরো কারণও ছিল। নিজেদের রাজধানী থেকে সেখানে যাওয়ার ফ্লাইট মাত্র মিনিট ত্রিশেকের। কিন্তু বিমানবন্দর থেকে আসামের ঠিকানা ভিভান্তা হোটেলে পৌঁছাতেই যে পেরিয়ে গেছে এক ঘণ্টা। বিমনাবন্দরেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাকিবের দলের সবাই।
বের হয়ে টিম বাসে ওঠার পথে দুই পাশেই ভিড় লেগে থেকেছে সংবাদকর্মীদের। একেই দেশ থেকে খুব কাছের শহর, সেই সঙ্গে ভাষাও একই হওয়ার কারণে এই বাংলাদেশ দলের ক্রিকেটাররাও কেউ সেখানে অচেনা নন। সংবাদমাধ্যমও হুমড়ি খেয়ে পড়ে তাই। বিশ্বকাপের অফিশিয়াল দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছানো শ্রীলঙ্কা দলও উঠেছে একই হোটেলে। আগামীকাল বার্ষাপাড়া স্টেডিয়ামে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে লঙ্কানদেরই মুখোমুখি হচ্ছেন সাকিবরা।
এর আগে আজ অনুশীলন আছে তাঁদের। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁদের অনুশীলনের সূচি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ২ অক্টোবর বাংলাদেশের পরের ওয়ার্ম আপ ম্যাচ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে সাকিবরা গুয়াহাটি ছাড়বেন ৩ অক্টোবর। বিশ্বকাপ অভিযান শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ এই ওয়ার্ম আপ ম্যাচ দুটো।
তামিম ইকবাল বিতর্কে টালমাটাল দলটিকে এক সুতায় গাঁথার সময়ও এই আসামেই। যদিও এবার দল ঘোষণা থেকে শুরু করে সব কিছুই বিলম্বিত হয়েছে। আগের দিন রাতে সবার শেষে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বিসিবি। আগের ২৪ ঘণ্টায় তামিমকে বিশ্বকাপ দলে রাখা না রাখা নিয়ে হয়ে যায় কয়েক প্রস্ত নাটকও।
অবশেষে এই ওপেনারকে বাদ দিয়েই গড়া দলের ফটোসেশন হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সাকিবরা দেশ ছাড়ার ঠিক আগে। এমনিতে বিশ্বকাপে যাওয়ার আগে অধিনায়কের একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার রীতিও আছে এবং সেটি সব দেশেই। অথচ এবার শেষ মুহূর্তে দল দেওয়ার বাস্তবতায় হয়নি এসবের কিছুই। বরং তামিমকে দলে না রাখার বিতর্কের রেশ ছিল দল দেশ ছাড়ার পরও। এই ওপেনার ভিডিও বার্তায় জানান তাঁকে ঘিরে গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ।