মাউন্ড এডোরা হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন: ‘হৃদয় দিয়ে হৃদয়কে জানুন’
দৈনিকসিলেটডটকম
মাউন্ড এডোরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. কে এম আখতারুজ্জামান বলেছেন,
আমাদের দেশে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের ১৭ ভাগই হৃদরোগের কারণে হয়ে থাকে। আর এ হৃদরোগের অন্যতম কারণ হলো ট্রান্সফ্যাটযুক্ত খাদ্য গ্রহণ। তাই অবিলম্বে ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণ প্রবিধানমালা চূড়ান্ত করা না গেলে ট্রান্সফ্যাটঘটিত হৃদরোগ ঝুঁকি আশঙ্কাজনক হারে বাড়তে থাকবে। তিনি বলেন, খাদ্যাভ্যাসের কারণে বাংলাদেশের মানুষের হৃদরোগ এবং ডায়াবেটিস ইউরোপ আমেরিকার মানুষের থেকে আলাদা।
শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে মাউন্ড এডোরা হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের মেডিকেল সার্ভিসের পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাব উদ্দিন হৃদরোগ সংক্রান্ত একটি ডিজিটাল তথ্য বিবরণী উপস্থাপন করেন। এতে হৃদরোগের কারণ এবং চিকিৎসা ও সচেতনতার বিষয় আলকপাত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস উদ্দিন বিশ্বাস ভিসি নর্থইস্ট ইউনিভার্সিটি, ড. কবির হোসেন প্রো ভিসি শাবিপ্রবি, আমিনা পার্ভীন ট্রেজারার শাবিপ্রবি, মাউন্ড এডোরা হাসপাতালের পুষ্টিবিদ শারমিন জাহান বিথী।
আরো বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইমজার সাবেক সভাপতি মইন উদ্দিন মঞ্জু প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন হৃদরোগ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বজুড়ে হৃদরোগ ও হৃদরোগজনিত অকাল মৃত্যুঝুঁকি কমাতে খাদ্য থেকে ট্রান্সফ্যাট নির্মূল করতে হবে।
ভোজ্য তেলের সঠিক ব্যবহারের প্রতিও গুরুত্ব আরোপ করে তারা বলেন, ভোজ্য তেলের ব্যবহার কমাতে হবে। সরিষার তেল খাওয়া যাবেনা এটি ভোজ্য তেল নয়।
সভাপতির বক্তব্যে ডা. সৈয়দ মাহমুদ হাসান বলেন, হৃদরোগ থেকে মুক্ত থাকতে হলে আমাদের সকলকে হৃদয়ের কথা শুনতে হবে এবং বুঝতে হবে।সেই সাথে সচেতন থাকতে হবে। পৃথিবীব্যাপী মোট মৃত্যুর ৩২ শতাংশ হয়ে থাকে হৃদরোগ এবং রক্তনালির রোগের কারণে।
অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহন করেন।