তাহিরপুর সীমান্তে ৫ চোরাকারবারি আটক
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে আসা ২৪ বস্তা চিনি ও পরিবহনে ব্যবহৃত নৌকা দুটি জব্দ শেষে ৫ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, এসআই মশিউর রহমান, রফিজুল মিয়া এবং এএসআই কাজল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে মধ্যনগর থানাধীন বাঙ্গালভিটা এলাকার ছড়ার মুখ সংলগ্ন বাঁধ থেকে এসব পণ্য জব্দ শেষে চোরাচাহনিদের আটক করা হয়।
ধৃত ব্যক্তিরা হলেন-তাহিরপুর উপজেলার মন্দিয়াতা গ্রামের কুতুব উদ্দিন (২৮), সাইকুল ইসলামের ছেলে কুতুব উদ্দিন (২৮), মৃত সোনামিয়ার ছেলে ইসলাম নুর (৪২), সাইকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৩৮) সীমান্ত লাগোয়া বিনোদপুর গ্রামের মোবারক আলীর ছেলে সম্রাট (৩২) মুজরাই গ্রামের সুরঞ্জন বর্মন (২৫)।
তাদের বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।