মাধবপুরে ছাগল-ভেড়ার পি পি আর রোগের টিকাদান
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে ছাগল /ভেড়ার পি,পি, আর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে ছাগল /ভেড়ার পি পি আর রোগের টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চৌমুহনী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে ছাগল /ভেড়ার পি পি আর রোগের টিকাদান ক্যাম্পেইন প্রধান অথিতি হিসাবে শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডঃ মোঃ আঃ ছাত্তারের বেগ এর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউ/পি সদস্য আঃ রউফ প্রমুখ। মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ছাগল /ভেড়ার পি,পি, আর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে আনতে বিনামুল্যে টিকা দেওয়া হবে।