মাধবপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ইটাখোলা দুর্গা মন্দিরে এক মতবিনিময় সভা করেছে।
নোয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি হিমাংশু চন্দ্র দেবের সভাপতিত্বে। এতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউপি’র চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা। পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাহা ব্রাদার্সের স্বত্বাধিকারী পঙ্কজ কুমার সাহা, সাধারণ সম্পাদক লিটন রায়, যুগ্ম সম্পাদক বেনু মাধব রায়, সাংগঠনিক সম্পাদক শংকর পাল সুমন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্যামল চন্দ্র দেব, বাবু কাজল দাস, বাবু গোপেশ শীল, বাবু অমল সরকার, শ্রীমতী শ্যামলী রানীদের প্রমুখ।