সাগরে ডুবতে থাকা জাহাজ থেকে ১৩ নাবিক উদ্ধার

দৈনিকসিলেট ডেস্ক :
উত্তাল সাগরে গিয়ে তলা ফেটে ডুবতে থাকা একটি লাইটার জাহাজের ১৩ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার মধ্যরাতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে আনে কোস্টগার্ডের ‘সবুজ বাংলা’ নামে একটি জাহাজ।
কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত উপেক্ষা করে শনিবার সকালে ৭৫০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমভি হুমাইরা নামে একটি লাইটার জাহাজ। একপর্যায়ে উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে জাহাজের তলা ফেটে পানি ঢুকতে থাকে। এতে ডুবতে থাকা জাহাজটিকে ভাসানচরে নিয়ে নোঙর করা হয়। সেখান থেকে নাবিকরা ফোন করে কোস্টগার্ডের সহযোগিতা চায়। এরপর কোস্টগার্ড সদস্যরা সবুজ বাংলা জাহাজ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১৩ নাবিককে উদ্ধার করে। উদ্ধারের সময় এমভি হুমাইরা প্রায় ডুবন্ত অবস্থায় ছিল।