আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দৈনিকসিলেট ডেস্ক :
ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশনসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। সোমবার (২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সোমবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে দেশটিতে জাতীয় সরকারি ছুটি পালিত হবে। এ জন্য ভারতের ব্যবসায়ীরা এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। তবে বন্দর অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি পুনরায় চালু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভুঁইয়া বলেন, ভারতে গান্ধীজয়ন্তী দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।