তাহিরপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে তাহিরপুর থানা পুলিশের আয়োজন থানা প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সদস্য গণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) রাজন কুমার দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা সার্কেল (অতিরিক্ত দায়িত্বে তাহিরপুর সার্কেল) আলী ফরিদসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় শারদীয় দুর্গাপূজা সংক্রান্তে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়।