আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ১ম মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটি গঠন
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় প্রাথমিক (৫ম শ্রেণি) ও জুনিয়র (৮ম শ্রেণি)’র শিক্ষার্থীদের নিয়ে সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো “আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ১ম মেধা মেধাবৃত্তি ২০২৩” অনুষ্ঠানের লক্ষ্যে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম বৃত্তি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
মাষ্টার মোহাম্মদ সুহেল মিয়াকে সভাপতি ফয়ছল আহমদকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আতিকুর রহমানকে ট্রেজারার করে এ কমিটি গঠন করা হয় ।কমিটির অন্যান্যরা হলেন, মোহাম্মদ শাফায়াত উল্লাহ,আবু ইসহাক, মোহাম্মদ খলিলুর রহমান,মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ আজিজুর রহমান ও মোহাম্মদ গিয়াস উদ্দিন সাদী।
খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা, আর্ত সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, মেধা বিকাশে প্রথম বারের মত মেধাবৃত্তির আয়োজন, গরীব ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ ও বিভিন্ন দূর্যোগে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো ও আর্থিক সহযোগীতাসহ অসংখ্য সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট ।
এ সংগঠনটি খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম দম্পত্তির পাঁচ সন্তান কর্তৃক প্রতিষ্ঠিত এবং তাদের আর্থিক সহায়তায় এটি পরিচালিত। তারা হলেন, আব্দুস শহীদ,আব্দুল মতিন শফি ,আব্দুল বাসিত রফি, আব্দুর রকিব ও আব্দুল মুকিত রাজীব।
আগামী ৩রা নভেম্বর ২০২৩ এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।