চুনারুঘাটে ভারতীয় গরুসহ যুবক আটক
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান বাজার টিলা মাঠ থেকে ভারতীয় ২টি গরু সহ সুজন ঝরা (২৫) নামে এক চোরাই কারবারিকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ । সুজন ঝরা নলুয়া চাবাগান এলাকার পরেশ ঝরার ছেলে।
মঙ্গলবার (৩ অক্টোবর) তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, মঙ্গলবার ভোর সকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত সীমান্ত এলাকায় ভারতীয় গরু পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায় ও সহকারী উপপরিদর্শক উত্তম কুমার ঘোপ সহ একদল পুলিশ নালুয়া চা বাগান বাজার টিলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে ভারতীয় ২টি গরু সহ ওই আসামিকে গ্রেপ্তার করা হয় ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয় তার সহযোগীরা পালিয়ে যায়। ওসি আরো বলেন সীমান্তে চোরাচালান বন্ধে পুলিশের এধরনের অভিযান অব্যাহত আছে।