শাবিপ্রবিতে জাতীয় ছাত্রদলের সভাপতি ওয়াসিম সম্পাদক তুখোড়

শাবিপ্রবি প্রতিনিধি
“বেকার তৈরির শিক্ষাকাঠামো পরিবর্তন করে সর্বজনীন ও গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা দাবির আন্দোলন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭ তম কাউন্সিলে জাতীয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী ওয়াসিম মাহমুদ শামস এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের তুখোড় আরেং কে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার( ৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সংগঠনটির এক বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। বুধবার সকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা। এতে কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে সজিব আহমেদ জয়, রাখেশ চন্দ্র দাস, জুয়েল চাকমা, সহ-সাধারণ সম্পাদক শুভ্রদেব হাজং ও তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালমান শাহ, অর্থ-সম্পাদক এমংছাইন মারমা, প্রচার সম্পাদক হেদায়েত আলী সাব্বির,দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম,মসাংস্কৃতিক সম্পাদক সামাউন কবির, পাঠচক্র সম্পাদক খালেদ সাইফুল্লাহ মনোনীত হন। বিজ্ঞপ্তিতে হয়, জাতীয় ছাত্রদলের এই বার্ষিক সম্মেলনে ১৬ তম কমিটির সভাপতি উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌফিক হাসান পাপ্পু এবং প্রধান আলোচক হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার জাতীয় ছাত্রদল সাবেক নেতা এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, সিলেট জেলা শাখার জাতীয় ছাত্রদলের আহবায়ক শুভ আজাদ শান্ত প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তৌফিক হাসান পাপ্পু বলেন, জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে এবং ছাত্রসমাজ পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত হতে ছাত্রদের এগিয়ে আসতে হবে। শিক্ষাকে বাণিজ্যিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে শাবিপ্রবিতে ভর্তি ফি এক বছরের ব্যবধানে দ্বিগুণ করা এবং অযৌক্তিকভাবে ক্রেডিট ফি, সেমিস্টার ফি বৃদ্ধি করা, এবং শাবিতে বিভিন্ন খাত-উপখাত সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত ফি আদায়ের কথা উল্লেখ করে দেশব্যাপী উচ্চশিক্ষার বানিজ্যিকীকরণ চলতেছে। ইউজিসির ২০ বছর মেয়াদি কৌশলপত্র ও বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন শিক্ষা ব্যবস্থার ঘনঘন পরিবর্তন করে সাম্রাজ্যবাদের সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র সমাজকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফলও নির্ধারিত হয় তাদের পরিকল্পনায়। এবারের নির্বাচনের বিষয়টি উলঙ্গভাবে সামনে আসছে। যে কারণে ক্ষমতাসীন আওয়ামী সরকারের ক্ষমতার উৎসের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে সাম্রাজ্যবাদী দেশ, তাদের সংস্থা সমূহ।