শিক্ষার সংকট উত্তরণ ও মান উন্নয়নে শিক্ষার্থীদের গ্রন্থমূখী করতে হবে বলে মনে করেন সিলেটের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের তিন দিনব্যাপী ‘সেজ দ্যা ডে’ গ্রন্থ বিনিময় উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানটি ইংরেজি বিভাগের এম ইউ লিটারারি ক্লাব কর্তৃক আয়োজন করা হয়। এসময় তিনি আরো বলেন, “বাংলাদেশে উচ্চ শিক্ষাসহ শিক্ষার বিভিন্ন স্তর নানা সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। তাই এখন দেশে উচ্চ শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে।
প্রযুক্তির বিকাশের সাথে সাথে আমাদের শিক্ষার্থীরা গ্রন্থবিমূখ হয়ে পড়ছে। যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। বর্তমানে অনেকেই টেক্সট বই না পড়ে শিক্ষা সম্পন্ন করতেছে। তাই এখন শিক্ষার সংকট উত্তরণ ও মান উন্নয়নে শিক্ষার্থীদের গ্রন্থমূখী করতে হবে। এজন্য দেশে বইপাঠের সংস্কৃতি গড়ে তুলা দরকার। তাই মেট্রোপলিটন ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের মৌলিক ও মূল গ্রন্থ তথা টেক্সট বই পাঠে উৎসাহ দিচ্ছে; ক্ষেত্র বিশেষে বাধ্য করছে।” গ্রন্থের বিনিময় উৎসবের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক।
এছাড়া স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন অধ্যাপক ল ড. তাহের বিল্লাল খলিফা, রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ইংরেজী বিভাগের প্রধান ও আইকিএসির অতিরিক্ত পরিচালক ড. রমা ইসলাম, আইন বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা চোধুরী, গোলাম রাব্বানী, প্রভাষক আব্দুল্লাহ আল মাসুদ, ফারহানা খানম জলিস, এছাড়া আরও উপস্থিত ছিলেন এম ইউ লিটারারি ক্লাবের সভাপতি মালিহা আক্তার, কোষাধ্যক্ষ সানজিদা কালাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হুমায়রা মান্নি, প্রভাষক মো. আমজাদ হোসেন, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ওয়াদিয়া ইকবাল চৌধুরী, রিনা পাল প্রমুখ। উল্লেখ্য, আগামী কাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা ও শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গ্রন্থ বিনিময় উৎসব চলবে।
ডিএস/আরএ