শাবিপ্রবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মো. আরিফ মিয়া(২৩) নামে এক শিক্ষার্থীর সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বলে জানা
যায়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে প্রধানফটক সংলগ্ন আখালিয়া এল সেইপ নামে একটি মেসে একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান প্রক্টর অধ্যাপক ড.কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, “আনুমানিক ভোর ৪টায় সে গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তার মানসিক সমস্যা ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল । সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়না তদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসতেছেন।”
এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। সেখানে ফ্যানে ঝুলন্ত অবস্থায় আরিফের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক লক্ষণ দেখে সে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তবে প্রকৃত কারণ এখনো জানা যায় নি। তার মরদেহ সিলেট ওসমানী মেডিকেল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।