চুনারুঘাটে ৪৭ তম শেখ হাসিনা ব্রীজের উদ্বোধন করলেন ব্যাারিস্টার সুমন
আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাটে ৪৭ তম শেখ হাসিনা ব্রীজের উদ্বোধন করলেন ব্যাারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে আটারবাগিয়া, কালিকাপুর অংশের করাঙ্গী নদীর উপর এ ব্রীজ উদ্বোধন করেন তিনি। এসময় স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীর সহ শত শত জনসাধারণ ব্রীজ উদ্বোধনী অনুষ্ঠানে ভীড় করেন।
পরে স্থানীয় ইউনিয়ন মেম্বার আবুল খয়ের মিয়ার সভাপতিত্ব এবং বড়জুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জাহিরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম,কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুদু মিয়া,প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য ব্যারিস্টার সুমন বলেন একটি ব্রিজ কুষ্টিয়া জেলায় এবং আরেকটি ব্রীজ পার্শ্ববর্তী উপজেলা মাধবপুরে সহ মোট ৪৮টি ব্রিজের কাজ সম্পন্ন করে উদ্বোধন করেছি।
৪৯ তম ব্রিজ হিসেবে সাতছড়ি ত্রিপুরা পল্লীর ব্রিজের কাজ শুরু হয়ে গেছে।তিনি আরো বলেন মোট ১০০ টি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে আমার,তার পরও যদি চুনারুঘাটে কোন এলাকায় ব্রীজ নির্মাণের প্রয়োজন হয় তাও করে দেওয়ার ইচ্ছা আছে। বক্তব্যে তিনি চুনারঘাটের মানুষের অবকাঠামো উন্নয়নের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন,এবং হতাশা ব্যক্ত করেন বলেন এখানে বড় একটি অংশ চা শ্রমিক জনগোষ্ঠী হওয়ায় জননেত্রী শেখ হাসিনা চুনারুঘাটের মানুষকে ভালোবাসেন।
চুনারুঘাট- মাধবপুরের জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার কথা জননেত্রীর শেখ হাসিনার কাছে ভালো করে উপস্থাপন করতে পারলে এই সংসদীয় আসনে সারা বাংলাদেশের ন্যায় ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগতো। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে যদি আমাকে মনোনয়ন প্রদান করা হয় তাহলে চুনারুঘাট- মাধবপুরের জনসাধারণের চলাচলের কোন রাস্তা নির্মাণের বাকি থাকবে না। চুনারুঘাট মাধবপুর কে একটি যুগ উপযোগী আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো, বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে চুনারুঘাটের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবো।