বিশ্বনাথে নদী ভাঙ্গন কবলিত অংশে প্রতিরক্ষা কাজের উদ্বোধন
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে মাকুন্দা নদীর ভাঙ্গন কবলিত অংশে (১০০ মিটার) অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে তিনি কাজটির উদ্বোধন করেন। এ সময় বক্তব্যে তিনি বলেন, ‘আমি ইতোপূর্বে দু’বার ওই নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসীর কষ্ট নিজ চোখে দেখেছি। এই কষ্ট লাঘবের জন্যে আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের সাথে বসে কথা বলেছি। তিনি সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্যে নির্দেশনা দিয়েছেন এবং কাজটি যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, সেজন্যেও মন্ত্রী মহোদয় সহযোগিতা করেছেন। আজ ওই নদী ভাঙ্গন কবলিত অংশে আমার বরাদ্দ দেওয়া ৯ লক্ষ ২১ হাজার টাকার কাজ শুরু হওয়ায় সত্যিকারে খুবই ভাল লাগছে।’
দ্বীপবন্দ গ্রামের বাসিন্দা আবদুল মতিনের সভাপতিত্বে সংগঠক মোস্তাক আহমদ মোস্তফার সঞ্চালনায় ‘এলাকাবাসী আয়োজিত’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপসহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গীর, দ্বীপবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজমুল হক, সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন গোবিন্দনগর গ্রামের হাফেজ কবির উদ্দিন এবং শেষে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দনগর জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডে সিলেটের কার্য সহকারী রতন রায়, প্রতিরক্ষা কাজের তদারকির দায়িত্বে থাকা সবুজ রানা, ঠিকাদার জাহাঙ্গীর শাহ, দ্বীপবন্দ গ্রামের জামাল আহমদ, আশিক আলী, মাওলানা মিজানুর রহমান, আবদুল বাসিত, গোবিন্দনগর গ্রামের হাফেজ ছালিক মিয়া, হাফেজ নুরুল হক, জসিম উদ্দিন প্রমুখ।