মেয়রের নাগরিক সংবর্ধনায় বিতর্কিত উপস্থাপক, জনমনে তীব্র ক্ষোভ
দৈনিকসিলেটডটকম
একজন বির্তকিত ব্যক্তিকে দিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর নাগরিক সংবর্ধনার উপস্থাপনা করায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সিলেটের সাংস্কৃতিক অঙ্গন থেকে নির্বাসন দেয়া এই ব্যক্তিকে পুনর্বাসন করার এটি একটি উদ্যোগ বলে সাধারণ মানুষ মনে করছেন।
তিনি আমিনুল ইসলাম চৌধুরী লিটন। শিশু ও নারী নিপীড়নের অভিযোগে সিলেটের নাট্যাঙ্গন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে শিশু ও নারীর প্রতি যৌন হেনস্থা ও কুরুচিপূর্ণ আচরণের অভিযোগের প্রেক্ষিতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অডিও ক্লিপ প্রকাশ হওয়ায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেট তাকে সর্বসম্মতিক্রমে নাট্যাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করে।
এমন একজন ব্যক্তিকে দিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর নাগরিক সংবর্ধনার উপস্থাপনা কেন করানো হয়েছে জানতে চাইলে, নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক ও কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু) বলেন, তাকে পুনর্বাসন করার কোন ইচ্ছে আমাদের নেই। মেয়র মহোদয়ের পছন্দেই তাকে এমন সুযোগ দেয়া হযেছে।
এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফহিমা ইয়াসমিন এর মোবাইলে বার বার কর দিলে তিনি ফোন রিসিভ করেননি।
আমিনুল ইসলাম লিটন সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়েও স্বেচ্ছারিতা করেছেন বলেও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অভিযোগ করেছেন। তারা বলেন, আসরের আজান চলা অবস্থায় তিনি সভার কাজ চালিয়ে যান। সংবর্ধনা কমিটির দেয়া তালিকা ও সিরিয়াল মোতাবেক তিনি অতিথিদের মঞ্চে ডাকেন নি। তালিকায় নাম থাকার পরও অদৃশ্য কারণে তিনি অনেককে বক্তব্য দেবার সুযোগ দেননি।
এব্যপারে প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস বলেন, এ ধরণের স্বেচ্ছারিতা করার কোন সুযোগ নেই একজন উপস্থাপকের। তিনি বলেন বিষয়টি অত্যন্ত দু:খজনক আমরা তদন্ত করে দেখছি।
মেয়র আরিফুল হক চৌধুরীকে সার্বিক বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,এসবের কোন কিছুই আমি জানি না। কে অনুষ্ঠান উপস্থাপনা করবে আর কারা বক্তব্য দেবেন তা নাগরিক সংবর্ধনা কমিটিই সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমি সংবর্ধিত অতিথি।
বিষয়টি নিয়ে আমিনুল ইসলাম লিটনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, উপস্থাপক হিসেবে একটি অনুষ্ঠানে কে বক্তব্য দেবেন না দিবেন সেটা নির্ধারণ করা আমার কাজ নয়। তিনি বলেন এখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং মেয়রের পিআরও আলিম শাহ। উনারা যেভাবে বলেছেন আমরা সেভাবে উপস্থাপনা করেছি।