জামালগঞ্জে হিন্দু গ্রামে হামলার ঘটনায় মামলা

জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের উলুকান্দি গ্রামে কয়েকটি হিন্দু বাড়ীতে হামলা ও পরবর্তীতে মামলা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, শনিবার মামলাটি দায়ের করেন বেহেলী ইউনিয়নের উলূকান্দি গ্রামের গোপেন্দ্র চন্দ্র দাসের ছেলে মাধব চন্দ্র দাস। মামলায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ঝুনু মিয়ার ছেলে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব (৪০) ও তার ছোট ভাই আরিফসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। আসামীদের বাড়ী পার্শ্ববর্তী ইউনিয়ন জামালগঞ্জ সদরের লক্ষীপুর গ্রামে। তবে আরিফ (৩৫) কে মামলার মূল আসামী করা হয়েছে। তাদের বাড়ি ঘটনাস্থল থেকে প্রায় ৫ কি:মি: দূর লক্ষীপুর গ্রামে।
মামলার অভিযোগে জানা যায়, শুক্রবার গভীর রাতে কোনো কারণ ছাড়া হঠাৎ হামলাকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে গ্রামে ঢুকে প্রথমে নিশিকান্ত সরকারসহ ৬ জনকে মারধর করেন। এরপর হামলাকারীরা বিভিন্ন বাড়ীতে ঢুকে মারধর ছাড়াও শিশু ও মেয়েদেরকে এলোপাতারী আঘাত করে। এবং বাড়ী ঘর ভাংচুর করে প্রায় ৩ লক্ষ টাকার মালামালের ক্ষতি সাধন করেন।
এবিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস বলেন, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান চলছে।