উপ-উপাচার্যের সাথে শাবি প্রেসক্লাবের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাবি প্রেসক্লাবের ১৯তম কার্যনির্বাহী পরিষদ।
রবিবার দুপুর ১টায় উপ-উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত, যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন, কোষাধ্যক্ষ তানভীর হাসান, দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ সহ প্রেসক্লাবের অন্য সদস্যবৃন্দ।
এসময় প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, শাবি প্রেসক্লাব অতীত থেকেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে কাজ করে আসছে। আমরা চাই ক্লাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানাদিক উঠে আসুক, এতে এ ক্যাম্পাস আরো সুন্দর ও সাবলীল গতিতে এগিয়ে যাবে।
এসময় সাংবাদিকদের কাছে বিশ্ববিদ্যালয়ের সেশনজট মুক্ত, শিক্ষার্থীদের সিনিয়র-জুনিয়র সম্পর্ক বৃদ্ধি, লেকের সৌন্দর্য, লাইটিং, ব্রিজ, ক্যাম্পাসে টিলাগুলোর সৌন্দর্যবৃদ্ধি সহ নানা উন্নয়নসমূলক কাজ করা হবে বলে জানান তিনি। এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে শাবি প্রেসক্লাবের সদস্যরা কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অতীতের ন্যায় আগামীতেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একযোগে কাজ করে যাবে শাবি প্রেসক্লাব। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় বিশ্ববিদ্যালয়ের নানাবিধ দিক তুলে ধরে উপ-উপাচার্যের সাথে আলোচনা করেন শাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান উপ-উপাচার্য।