লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ব পর্যটন দিবস : পর্যটন মেলার উদ্বোধন
দৈনিকসিলেটডটকম
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস –
এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর ২০২৩) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সিলেটের পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে দুইদিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক।
এসময় তিনি বলেন, পর্যটন শিল্প একটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। আমাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সেক্টর যেখানে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন।পর্যটন শিল্পের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করতে হবে। মনে রাখতে হবে একটির উন্নয়নে আর একটি যেন ধ্বংস না হয়। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এদেশে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা এগুলোকে রক্ষা করে উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা ও ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে তুললে এ শিল্প আরও প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটাল ।