শাবিপ্রবি লালমনিরহাট স্টুডেস্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে নতুন মুখ

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন লালমনিরহাট স্টুডেন্ট’স এসোসিয়েশন’র ৫ম কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মোস্তকিম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাফিজ রহমান সৌমিক মনোনীত হয়েছেন।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো.নাফিউজ্জামান, সহ-সভাপতি জয়ারা জান্নাত ও মীম ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক চঞ্চল রায় ও মো. শফিউল ইসলাম সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ও মো.ইনজামামুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিম হাসান ও অপূর্ব রায়, কোষাধ্যক্ষ মো. আরিফুজ্জামান, সহ-কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, প্রচার সম্পাদক মো. মুবিন সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক মো. মনিরুজ্জামান শিমুল, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া আফরোজ শিমু, ক্রীড়া সম্পাদক মো. মোস্তাফিজ, সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহবুব কবির ও মো. শাহিনুর আলম মনোনীত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে শিখা, তাসমিয়া, তাসফিয়া, সাফওয়ান, আরমান, রিয়ান, তুলিপ, মিরন, মুন্না, তামিম, রাসেল, উজাহির ও মুসাব মনোনীত হয়েছেন ।