ন্যাশনাল হ্যাকাথনে চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল

দৈনিকসিলেটডটকম
লিডিং ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী সি.এস.ই কার্নিভাল চ্যাপ্টার-২ এ ন্যাশনাল হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে লিডিং ইউনিভার্সিটির দল LU_Ovvream, প্রথম রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল DU_তরঙ্গ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দল SUST_ Debug Demons।
ইন্ট্রা এল.ইউ প্রোগ্রামিং কন্টেস্টে সিনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে আবু সুফিয়ান রাফি এবং রানারআপ হয়েছে আবিদ হোসাইন, জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বিনয় বর্মণ এবং রানারআপ হয়েছে জারিফ আহমেদ, বিগিনার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে অমিয় মাহিন এবং রানারআপ হয়েছে আবরার সামি নওশাদ, বেস্ট ফিমেইল কোডার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে সাফওয়াত নুসরাত। আই.সি.টি কুইজ কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়েছে মরিয়ম মনি এবং যৌথভাবে রানারআপ হয়েছে রাহাত ইফতেখার, মোঃ আব্দুল মজিদ, নাজিয়া ইসলাম এবং নাঈম আলী। গেমিং কন্টেস্ট ফিফা’২৩-য়ে চ্যাম্পিয়ন হয়েছে এজাজুর আরাফাত চৌধুরী (সাস্ট) এবং রানারআপ হয়েছে তাওসিফুর রহমান (সাস্ট), স্কুইড গেইমে চ্যাম্পিয়ন হয়েছে মাহেরু মরিয়ম (এল.ইউ)।
সোমবার (১৬ অক্টোবর ২০২৩) সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম.এস. রহমান পীর। এতে বিশেষ অতিথি হিসেবে সি.এস.ই বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন কন্টেস্টের প্রবলেম সেটার ও জার্জবৃন্দ বিভিন্ন কন্টস্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই ইভেন্টে হ্যাকাথন কন্টেস্ট স্পন্সর করে রিক্রট, ইন্ট্রা এল.ইউ প্রোগ্রামিং কন্টেস্ট স্পন্সর করে কনভে, গেমিং কন্টেস্ট স্পন্সর করে ইউনিক কম্পিউটার। এছাড়াও সহযোগী স্পন্সর হিসেবে ছিল এডুকেশন কেয়ার, সুপা লিগেছি টিভি, দারুন কমিউনিটি এবং কমলা ভান্ডার। উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন কন্টেস্টের প্রতিযোগী, কম্পিউটার ক্লাবের সদস্য, ভলান্টিয়ার, লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং স্পন্সর কোম্পানী সমূহের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবের উপদেষ্টা আরাফাত হাবীব কোরেশী।