মাধবপুরে পুলিশ অভিযান: ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার-১৮

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থানার পুলিশের বিশেষ পৃথক কয়েকটি অভিযানে মাদক ব্যবসায়ী, চোর, জুয়াড়ী, ৬ ডাকাতি মামলা ওয়ারেন্ট আসামিসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম এসআই মানিক কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলায় খাটুরা গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া (৪৫), একই গ্রামের মৃত শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৫), নরুল ইসলাম ছেলে এখলাছ মিয়া (৪০), ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) ,সর্ব খাটুরা গ্রামের। উভয় খড়কী গ্রামের দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন (৩০), মৃত্যু রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান (৩৮) কে আলমগীরে বসত ঘরে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৬ শত টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। এ সময় দুই জুয়াড়ী পালিয়ে গেছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান চালিয়ে নোয়াপাড়া আলামিন এর সামনে অবস্থান কালে প্লাস্টিকের ব্যাগে করে যাওয়ার ৪ কেজি গাঁজাসহ আব্দুল জলিল (৪২) নামে এক মাদক কারবারী কে আটক করেছে মাধবপুর থানার এসআই শাহ আলম ভূঁইয়া। সে নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত রব আলীর ছেলে।
সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপনে খবর পেয়ে এসআই হুমায়ূন কবির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে উপজেলার বহরা ইউনিয়নের আফজালপুর গ্রামের মৃত শানু মিয়ার পরিত্যক্ত বসত ঘরের ভিতরে টাকা বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অবস্থায় ৯ জন জুয়াড়ী কে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন: মোঃ অহিদ মিয়া (৩০), মোঃ রুবেল মিয়া (২৩) উভয় মনতলা পূর্ব বাজার। মোঃ আবুল খায়ের (৩২), মোঃ হানিফ মিয়া (২৩), মোঃ ইউসুফ মিয়া (৩৫), মোঃ উজ্জল মিয়া (২৮), সর্ব মধ্য আফজলপুর গ্রামের। মোঃ সাজিদ মিয়া (৩৫), মোঃ শরিফ উদ্দিন (৩০), মোঃ সুমন মিয়া (৩৫) তাদের কাছে থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ দুই হাজার ১৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত ৬ ডাকাতি মামলার আসামি হলেন জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের মাহমুদুর হাসান।আদাঐর ইউনিয়নে মিঠাপুকুর গ্রামের আক্তার মিয়া। এ বিষয়ে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, আটককৃতদের মাদক আইনে,জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত পৃথক মামলা রুজু করে, ডাকাতি মামলার ওয়ারেন্ট আসামিসহ ১৮ জনকে জেলা বিচারক আদালতে পাঠানো হয়েছে।