শাবি’র সনাতন বিদ্যার্থী সংসদ-এর ‘বিদ্যার্থীবরণ’ অনুষ্ঠিত
সনাতন বিদ্যার্থী সংসদ,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সিলেট শাখা কর্তৃক আয়োজিত “বিদ্যার্থীবরণ-২০২৩ইং” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ই অক্টোবর) শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিদ্যার্থীবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার শ্রী নিরাজ কুমার জাসওয়াল ও তাঁর সহধর্মিণী নিতা জাসওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য ড. মো কবির হোসেন, শাবিপ্রবির প্রক্টর ড. কামরুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সবিস শাবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা শ্রীমতি ড. চন্দ্রাণী নাগ, ইংরেজি বিভাগের অধ্যাপক ও সবিস শাবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা ড. শ্রী হিমাদ্রী শেখর রায়, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সবিস শাবিপ্রবি শাখার প্রধান উপদেষ্টা ড. শ্রী নারায়ণ সাহা।
এতে সভাপতিত্ব করেন সনাতন বিদ্যার্থী সংসদ,শাবিপ্রবি শাখার ৭ম কার্যনির্বাহী সংসদের সভাপতি শ্রী উৎপল রায়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর পরই বৈদিক মন্ত্র পাঠ ও অতিথিবৃন্দ নবাগত বিদ্যার্থীদের শিক্ষা জীবনে উন্নতি ও অগ্রগতির সাথে সাথে ধর্মীয় অনুশাসন মান্য করারও পরামর্শ বিষয়ক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের সনাতন বিদ্যার্থী সংসদ,শাবিপ্রবি শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়েছে। এছাড়াও “শাস্ত্র প্রতিযোগ” এ অংশ নেওয়া বিদ্যার্থীদের মধ্য হতে সর্বোচ্চ নম্বর অর্জনকারী প্রথম পাঁচজনকে বিজয়ী ঘোষণা করে সম্মানিত অতিথিবৃন্দের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেটস তুলে দেয়া হয়েছে।
এ অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। নতুন বিদ্যার্থীদের বরণ করে নেয়ার জন্য যে অনুষ্ঠান; তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও উদ্দীপনা। অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।