মামুনুল হকের মুক্তির দাবিতে ঢাকায় ২০ অক্টোবর যুব সমাবেশ সফল করুন

দৈনিকসিলেট ডেস্ক :
আগামী ২০ অক্টোবর শুক্রবার বাদ জুমআ বায়তুল মুকাররম উত্তর গেইট সংলগ্ন রাস্তায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেমের নিঃশর্ত মুক্তির দাবিতে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট নগরীতে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। এসময় মাওলানা মামুনুল হকের মুক্তির দাবি সম্বলিত নানা রকমের শ্লোগান ধরেন যুব মজলিসের নেতাকর্মীরা। যুব সমাবেশ সফলের আহবান সম্বলিত প্লেকার্ডও যুব মজলিসের কর্মীরা প্রদর্শন করেন। প্রচার মিছিল থেকে ২০ অক্টোবর যুব সমাবেশ সফল করার জন্য সিলেটের যুব সমাজের প্রতি আহবান জানানো হয়।
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন-বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, যুব মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, মাওলানা তারিক বিন হাবীব, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহসাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, যুব মজলিস সিলেট জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আখলাক আহমদ, মাওলানা আহমদুল হক ফয়জী, মাওলানা হক নেওয়াজ জালালী, মাওলানা মনসুর আহমদ, মাওলানা মিজানুর রহমান, মমশাদ আহমদ প্রমুখ।