শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইউনিভার্সিটি ইনোভেশন হাব ‘স্মার্ট ইউনিবেটর’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, শেখ রাসেল দুরন্ত, নির্ভীক ও নির্মল শিশু ছিলেন।
তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ তার জন্মবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আজ যদি শেখ রাসেল বেঁচে থাকতো তাহলে দেশের জন্য অনেক উপকার হতো। তার মেধা ও দক্ষতার ভিত্তিতে দেশ কল্যাণের দিকে এগিয়ে যেত। এর আগে, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সকাল পৌনে দশটায় প্রশাসনিক ভবন-২ এর সামনে বৃক্ষরোপণ করা হয়।