জামালগঞ্জে বর সাজা হলো না ইসলাম উদ্দিনের, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে বর সাজা হলো না মো. ইসলাম উদ্দিনের। শুক্রবার (২০ অক্টোবর) বিয়ের দিন তারিখ ধার্য্য করার কথা ছিলো উভয় পরিবারের। এর আগে গত সপ্তাহে উভয় পরিবারই বর কনে দেখা শেষ। কিন্তু বিয়ের তারিখ ধার্য্য করার একদিন আগেই চলে গেলেন না ফেরার দেশে।
নিহত মো. ইসলাম উদ্দিন (২৫) উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হুকিয়ারডুকি গ্রামের আহিমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের কামাড়গাও শেখপাড়া গ্রামে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান মো. ইসলাম উদ্দিন (২৫) নামের এক শ্রমিক।
পারিবারিক সূত্রে জানাযায়, নিহত ইসলাম উদ্দিন পেশায় একজন রাজমিস্ত্রী, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে কাজ করতে বাড়ি থেকে বেড়িয়ে যান পার্শ্ববর্তী কামাড়গাও শেখ পাড়া গ্রামে। সেখানে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎতের মেইন খুটির তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে টিনের চালের উপর পড়ে থাকে। সহকর্মীরা দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস।