দুর্গাপূজা উপলক্ষে তাহিরপুর থানা পুলিশের নিরাপত্তা জোরদার

সুনামগঞ্জ প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ পরিলক্ষিত হয়েছে। পুজারিগন নির্বিঘ্নে চলাফেরা করতেই এই উদ্যোগ বলে জানা গেছে।
তাহিরপুর থেকে জেলা সদরে যাতায়াতের কেন্দ্রস্থল উপজেলার আনোয়ারপুর বাজারে চেকপোস্ট বসিয়ে পুলিশ দায়িত্বে অনড় তা এবার প্রমাণ করেছেন এমনটাই বলছেন সচেতন মহল। জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এর নির্দেশনায় তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এর তত্ত্বাবধানে শনিবার (২১ অক্টোবর) সকালে এই চেকপোস্ট বসানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কপথে যান চলাচলকারী ও পথচারীদের কড়া তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। এতে অনেকটা নির্বিঘ্নেই চলাচল করছেন সকল শ্রেণী পেশার লোকজন। জানা গেছে, চেকপোস্টের দায়িত্বে রয়েছেন তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন ও সঙ্গীয় ফোর্সগণ।
এসআই আহমেদুল আরেফিন জানান, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে সরকারি বিধি মোতাবেক দায়িত্ব পালনে অনড় আছি। মানুষের জানমালের নিরাপত্তা দিতেই পুলিশ প্রশাসনের এ উদ্যোগ।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসানো হয়েছে। পূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তাহিরপুরে প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ২৪ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম এই উৎসব।