২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি

দৈনিকসিলেটডেস্ক
আগামী ২৮শে অক্টোবর শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। সেই লক্ষ্যে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)তে চিঠি দিয়েছে দলটি। গতকাল দুপুরে ডিএমপি কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন বিএনপি’র একটি প্রতিনিধিদল। বিকালে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে মহাসমাবেশ সফল করতে রোববার যৌথসভা ডেকেছে বিএনপি। দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামন্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দল ও ওলামা দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৮ই অক্টোবর সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, আগামী ২৮শে অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি।
সেই মহাসমাবেশ থেকেই সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।
সূত্র:মানবজমিন