তাজুল বাঙালির মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

বিশিষ্ট ছড়াশিল্পী ও সাংবাদিক প্রয়াত তাজুল ইসলাম বাঙালির মা শতবর্ষী লায়লা ওহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নেতৃবৃন্দ।

রোববার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিশিষ্ট ছড়াশিল্পী ও সাংবাদিক প্রয়াত তাজুল ইসলাম বাঙালির মা শতবর্ষী লায়লা ওহাব রোববার (২২ অক্টোবর) সকাল সাতটা দশ মিনিটের সময় তাঁর নিজ বাড়িতে বার্ধক্য জনিত ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাহির রাজিউন।

মরহুমার জানাযার নামাজ ওইদিন বাদ আসর বরইকান্দি শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন