প্রতারণার টাকা ও মোবাইল উদ্ধার হবিগঞ্জ জেলা সাইবার ক্রাইম

হবিগঞ্জ প্রতিনিধি
বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়ে হারানো টাকা পয়সা ও মোবাইল ফোন উদ্ধার করেছে হবিগঞ্জ পুলিশের সাইবার ক্রাইম মনিটিরিং সেল। ভিন্ন ভিন্ন সময়ে পাচঁটি ঘটনার টাকা পয়সা ও মোবাইল ফোন পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে।
উদ্ধারকৃত টাকার পরিমাণ এক লক্ষ আশি হাজার টাকা। বরিবার দুপুরে জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার জগৎপুর এলাকার কাওসার মিয়ার স্ত্রী কামরুন নাহার চৌধুরীর কাছে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ বিষয়ে কথা বলে ইসলামী ব্যাংকের এটিএম কার্ডের পিন নাম্বার হাতিয়ে নেয়।
পরে তার একাউন্ড থেকে ২০হাজার টাকা তুলে নেয় তারা। অপরদিকে শহরের শায়েস্তানগর এলাকার আবুল খায়েরের স্ত্রী নাজমা আক্তারের নিকট উপবৃত্তি টাকা পাওয়ার কথা বলে তিনটি বিকাশ নাম্বারের পিন কোর্ড নিয়ে যায়। পরে প্রতারক চক্র তার এক লাখ টাকা হাতিয়ে নেয়। একইভাবে ইনাতাবাদ এলাকার আব্দুল ওয়াহেদ চৌধুরীর ছেলে আব্দুল মুকিত চৌধুরীর দশ হাজার টাকা ভুলবশত অন্যের নাম্বারে চলে যায়। পরবর্তীতে সেই টাকা তিনি উদ্ধার করতে ব্যার্থ হন।
অন্য একটি ঘটনায় মাহমুদাবাদ এলাকার মৃত কুদরত উল্লাহ ছেলে মহিউদ্দিন বিল্লালকে ফোন করে জানায়, তার ভাই দুবাইয়ে আটক হয়েছে, তাকে ছাড়ানোর জন্য আশি হাজার টাকা প্রয়োজন। এসময় তারা বিকাশ ও নগদের মাধ্যমে আশি হাজার টাকা হাতিয়ে নেয়।
সর্বশেষ রাজনগর এলাকার আব্দুল ওয়াহাবের মেয়ে ফারজানা ইয়াসমিনের একটি দামি মোবাইল ফোন হারিয়ে যায়। পরবর্তী এসকল ভিন্ন ভিন্ন ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে জেলা সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তি সহায়তায় একটি মোবাইলসহ এক লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার ভুক্তভোগীদের উপস্থিতিতে তাদের হাতে টাকা ও মোবাইল তুলে দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।