হাওরাঞ্চলে সংস্কৃতিক বিকাশে সঙ্গীত শিক্ষা কেন্দ্রের উদ্ধোধন করেন ইউএনও মাসুদ রানা

জামালগঞ্জ প্রতিনিধি
হাওরের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতিতে যথেষ্ট পরিমান প্রতিভা আছে। কিন্তু তাদের সুযোগ ও সঠিক নির্দেশনার অভাবে প্রতিভা বিকশিত হতে পারেনা। তাই তাদের প্রতিভা আলোর মূখ দেখতে পায়না। তাদের প্রতিভা নিরবে চাপা পড়ে যায়। তবে জামালগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালিত বীনাপানি সঙ্গীত শিক্ষা কেন্দ্রের উদ্ধোধনে যদি সঠিক ভাবে পরিচালনা করা যায় তাহলে তাদের মধ্য থেকে আগ্রহীদের সংস্কৃতির উপর জানা ও জ্ঞান চর্চায় এ শিক্ষা কেন্দ্রটি ভূমিকা রাখবে।ফেনারবাঁক ইউনিয়নের গঙ্গাঁধরপুর গ্রামে সঙ্গীত শিক্ষা কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টুর সভাপতিত্বে ও পবিত্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মহিবুল হক, ফেনারবাকঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জামিল আহমেদ জুয়েল, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সাবেক শিক্ষক সাধন চন্দ্র তালুকদার প্রমূখ।