মাধবপুর ও চুনারুঘাটে দুর্গাপূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ব্যারিস্টার সুমন

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট প্রতিনিধি
২৩ শে অক্টোবর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মাধবপুর, চুনারুঘাটের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন, এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন হবিগঞ্জ (৪) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর এবং সাবেক কেন্দ্রিয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
পরিদর্শনকালে তিনি শারদীয় সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপের দর্শনার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।এ সময় তিনি বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হাতে নগদ টাকা উপহার হিসেবে তুলে দেন। মাধবপুর, চুনারুঘাটে সার্বজনীন দুর্গা উৎসব পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের একদল তরুণ নেতৃবৃন্দ।