বনানীতে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী

দৈনিকসিলেটডটকম
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মহানবমীতে বনানী পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সকল ধর্মের মানুষের পাশে থাকেন। তিনি সবসময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার।
এসময় মন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে কিছু অসূর রয়েছে। এই অসূরদের বিরুদ্ধে আমাদের সবাইকে একত্রিত থাকতে হবে। মানবতাই সর্বত্তোম।
তিনি বলেন, কিছু অপশক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য ও দক্ষ নেতৃত্বে সকল সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন