২৮ এর পর ২৯ অক্টোবর, এই ভাবেই চলবে: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ২৭ অক্টোবরের পর ২৮ এর পর ২৯ অক্টোবর এই ভাবেই চলবে। কোনো ব্যবধান নেই। দিনের পর দিন আসবে কোনো শক্তির ক্ষমতা নেই দিনকে আটকাবার। মানুষ যেভাবে তাঁদের দৈনন্দিন কাজ করছে; করবে। খুব সাধারণ ব্যাপার চেন্তার কোনো কারণ নেই।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার সাপ্লাই প্রকল্পের উদ্ধোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
পরে রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বের সকল দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকার করে; সম্মান করে। অথচ বিএনপি বলে তাঁর অধীনে নির্বাচন করব না। কিভাবে এ কথা বলেন? এটি অন্যায় কথা! এটি আইনের কথা নয়। এটি গায়ের জোরের কথা।
বিএনপির উদ্দেশ্যে মন্ত্রীর আরও বলেন, এই দেশ আমাদের। এই দেশ কেউ দখল করতে পারবে? পাকিস্তানকে আমরা দমন করেছি। তোমারা কি ভাবে দখল করবে? দখল করার একমাত্র পথ; নির্বাচনে আসা। আর কোনো পথ নাই। নির্বাচন সঠিক সময়ে হবে। জনগণের ভোটে ক্ষমতার রায় হবে।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এরআগে দুপুরে পরিকল্পনামন্ত্রী উপজেলার জয়নগর কামড়াখাই মাদ্রাসায় ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রৌয়াইল-হিলালপুর ফ্ল্যাগশিপ উপ-প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।