বিশ্বনাথে রমিজ রশিদ মাদ্রাসায় হিফজ ও এতিমখানা নির্মাণরে ভিত্তি স্থাপন

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
সিলেটের বিশ্বনাথে রমিজ রশিদ ইসলামিয়া মাদ্রাসায় হিফয ও এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২৫ শে অক্টোবর বুধবার দুপুরে উপজেলার অলংকারী ইউনিয়নের রহিমপুর পূর্ব পাড়ায় অবস্থিত মাদ্রাসায় এ হিফয ও এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মাদ্রাসা প্রতিষ্ঠাতা কামাল আহমদ, মাদ্রাসা সুপার কামাল উদ্দিন, রহিম পুর গ্রামের মুরব্বি সোনাই মিয়া,জুবেদ আলী,হারুন মিয়া,মাওলানা জমির উদ্দিন, আলহাজ্ব সিদ্দিক আলী,রহিম পুর পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা বদর উদ্দিন,ইরশাদ আলী, আবুল লেইচ, মাওলানা হাফিজ শরীফ উদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলানা কামাল উদ্দিন।