জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও ভাটিবৃন্ত সাহিত্য প্রকাশনার মোড়ক উন্মোচন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও “ভাটিবৃন্ত” সাহিত্য প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকালে ড্রীম টাচ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহসিন কবিরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষন চক্রবর্ত্তী, অনুষ্ঠানে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৮ জন দাতা সদস্যকে গুণীজন সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান ও ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
এসময় ১৮ জন দাতা সদস্যগনের মধ্যে ৯ জন উপস্থিত ক্রেষ্ট গ্রহন ও মৃত্যুজনিত কারনে অন্য ৯ জনের পক্ষে তাদের পরিবারের সদস্যরা ( মরণোত্তর) ক্রেষ্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা স্কুলের প্রতিষ্ঠাকালীন সময়ের নানা সমস্যা ও চ্যালেঞ্জের কথা বর্তমান প্রজন্মের মানুষের কাছে তুলে ধরে স্মৃতিচারণ করেন। এছাড়াও স্কুলের বর্তমান প্রধান শিক্ষক তার বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, স্কুলের দাতা সদস্য ও ফেনারবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, দাতা সদস্য ও সাচনা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হক আফিন্দী, ড্রীম টাচ ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আছির উদ্দিন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দাতার পক্ষে এহসানুল করিম পারভেজ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক জরিনা আক্তার বীণা। এসময় দাতার পক্ষে আরো উপস্থিত ছিলেন, মুজিবুর রহমান, গুলজার আহমদ, ইমরান আলী তালুকদার, আহসান, সাংবাদিক আব্দুল আহাদ, আব্দুল্লাহ আল মামুন, দিল আহমদ প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন