বিদেশেও সংসার করতে চেয়েছিলেন অভিনেত্রী শিল্পা
দৈনিকসিলেট ডেস্ক :
২০২১ সাল থেকেই সময়টা খারাপ যাচ্ছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার। দীর্ঘ ১৪ বছরের সংসার জীবন তাদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন তাদের কঠিন সময়ের কথা। পর্নোকাণ্ডে নাম জড়ানোর পর তাকে নাকি দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন শিল্পা শেঠি।
রাজ বলেন, আমার স্ত্রীই প্রথম আমাকে প্রশ্ন করেন— তুমি কি বিদেশে চলে যেতে চাও? তুমি তো লন্ডনে বেশ ভালোই ছিলে। আমার জন্য এ দেশে এসেছো তুমি। তুমি চাইলে আমি বিদেশে গিয়েও সংসার করতে পারি। চরম কঠিন সময়েও আমার স্ত্রীই প্রথম আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন।
তার পরও কেন বিদেশে যাওয়ার কথা ভাবেননি রাজ? তিনি বলেন, আমি এ দেশে থাকতে ভালোবাসি। আর তা ছাড়াও… লোকজন কোটি কোটি টাকার জালিয়াতি করে পালিয়ে যায়। আমি কেন তা করব!
পর্নোগ্রাফিকাণ্ডে ৬৩ দিন আর্থার রোড জেলে বন্দি ছিলেন রাজ। তার পর প্রায় দুই বছর মুখ লুকিয়ে ছিলেন। নিজের জেলবন্দি সময় নিয়ে ছবিও করছেন তিনি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিজেই। ছবির প্রথম ঝলকও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।
আর্থার রোড জেলে ৬৩ দিন কাটানোর অভিজ্ঞতা কেমন ছিল, সেটি জানাতে গিয়ে রাজ বলেন, ‘যখন রাতে ঘুমোতাম, ডান পাশে যে শুয়ে থাকত তার বিরুদ্ধে ৮৮ জনকে খুনের অভিযোগ ছিল। আর বাঁদিকে যে শুতো তার বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ। এমন পরিবেশে ৬৩ রাত কাটাব, দুঃস্বপ্নেও ভাবতে পারিনি।’
জেলের ভেতরে তার স্ত্রী-সন্তানদের নিয়ে নানা কথা উঠত। সেই প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেলেন রাজ। তার হাজতবাসের অভিজ্ঞতা নিয়ে যে ছবিটি হচ্ছে তার নাম ‘ইউটি-৬৯’।
আগামী ৩ নভেম্বর বলিউডে মুক্তি পাচ্ছে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা অভিনীত ‘ইউটি সিক্সটিনাইন’।