বিএনপি’র ৩ নেতাকে তুলে নেয়ার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হওয়ার পর জেল গেইট থেকে বিএনপি’র ৩নেতাকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারী একদল লোক।
বৃহস্পতিবার সন্ধায় কালো রঙ্গের একটি মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যায়। তবে পুলিশ আটকের বিষয়টি জানেনা বলে স্বীকার করে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় জেলা যুবদলের আহবায়ক জালাল আহমদ, পৌর ওয়ার্ড কাউন্সিলর টিপু আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন জেল থেকে জামিনে বের হন। এসময় জেল গেইটে সাদা পোশাকে একদল লোক কালো রঙের একটি মাইক্রোবাসে করে তাদের তুলে নিয়ে যায়।ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা বলছে এবিষয়ে কিছুই জানেনা। নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আলমগীর মিয়া জানান, আমরা নেতাদের বরণ করার জন্য জেল গেইটে এসেছিলাম, কিন্তু গেইট থেকে বের হওয়ার সাথে সাথ কে বা কারা তাদেরকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এবিষয়ে সন্ধা সাড়ে ৬টার দিকে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, বিষয়টি এখনো আমি জানিনা, খোজ নিয়ে বিস্তারিত বলতে পারব। উল্লেখ্য, গত ১৯ আগস্ট পুলিশ বিএনপি সংঘর্ষে পুলিশ এ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দুটি মামলায় বিএনপি নেতারা কারাবন্দী ছিলেন। বৃহস্পতিবার তারা জামিনে মুক্তি পান।