১ঘন্টার জন্য প্রতীকী শিক্ষা কর্মকর্তার পদে মাধুরী হাজং

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১ঘন্টার জন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় প্রতীকী হিসেবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন আধিবাসী কন্যা শিশু ও উপজেলা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স(এনসিটিএফ)সহসাধরণ সম্পাদক মাধুরী হাজং।
বুধবার (১২অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ওয়াই মুভস প্রকল্পের আয়োজনে ও প্লান ইন্টারন্যাশলান বাংলাদেশের আর্থিক সহায়তায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানে ১ঘন্টার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ইরা প্রকল্প কর্মকর্তা ফয়সল আহমেদের সঞ্চানলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন,সমবায় কর্মকর্তা আশিষ আর্চাযী,ইরার প্রোগ্রাম ডাইরেক্টর আশিকুর রহমান,এনজিও ব্যক্তিত্ব ইয়াহিয়া সাজ্জাদ,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
মাধুরী হাজং বলেন,প্রতীকী শিশু উপজেলা শিক্ষা কর্মকর্তার মত গুরুত্বপূর্ণ পদে একজন কন্যাশিশু হিসাবে দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। এই আয়োজনটি কন্যা শিশুদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।