বিশ্বনাথে খেলাফত মজলিসের গণ মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি
দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা খেলাফত মজলিসের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে অক্টোবর শুক্রবার বিকেলে মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক কে. এম. রায়হান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, তোফায়েল আহমদ, ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরুল আমীন,সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান নির্বাহী সদস্য আবুল খয়ের জালালাবাদী,আব্দুল হাফিজ,জুনাব আলী,আবিদ শিকদার প্রমূখ।