জামায়াতের মহাসমাবেশ শান্তিপূর্ণ শেষ হয়েছে, বাড়ি ফিরছেন নেতাকর্মীরা

দৈনিকসিলেটডেস্ক
রাজধানীর আরামবাগে শুরু হওয়া বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে শেষ হয়েছে। পুলিশের সহায়তায় দলটির নেতা কর্মীরা বাড়ি ফিরে যাচ্ছেন। সুশৃঙ্খলভাবে তারা সমাবেশ করে নেতাকর্মীদের নিয়ে কমলাপুর হয়ে যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর আগে আরামবাগ এলাকায় জড়ো হয়ে প্রতিবাদী সংগীত ও স্লোগান দিতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা।
তার আগে সমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার খবর পেয়ে আরামবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। অল্প সময়ের মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন