ইটভাটায় জুয়ার আসর: খেলার সরঞ্জামসহ গ্রে*ফ*তা*র ৪
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের ওএসবি ব্রিক ফিল্ডে জুয়ার আসরে পুলিশের অভিযান।এসময় চার জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, ওই ইটভাটার শ্রমিক নাসিরনগর উপজেলার গোকর্ন গ্রামের বকুল মিয়া (৪৫), আমীর মিয়া (৪৭), পিটু মিয়া (৩৫) ও চুনারুঘাট উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামের রাকির মিয়া (২৫)।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক জানান, শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই মনির এক দল পুলিশ উপজেলার দেওরগাছ গ্রামের মিজান মিয়ার ওএসবি ব্রিক ফিল্ডের একটি টিনসেড ঘরে জুয়া আস্তানায় অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার খেলার সরঞ্জাম জব্দ করেন। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।